শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

ভয়াবহ রূপ নিচ্ছে আসামের বন্যা, ক্ষতিগ্রস্ত ৫ লাখ মানুষ

ভয়াবহ রূপ নিচ্ছে আসামের বন্যা, ক্ষতিগ্রস্ত ৫ লাখ মানুষ

স্বদেশ ডেস্ক:

ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতি। প্লাবিত ১৯টি জেলা। সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ মানুষ প্রভাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৭ বর্গ কিলোমিটার কৃষিজমি। এর মধ্যে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথারিটি আরো এক ব্যাক্তির মৃত্যুর খবর জানিয়েছে। এখনো পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দুই।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আসামের জনজীবন। ক্রমে এই ‘ভয়াবহ বন্যা’ পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কামরূপ, গোয়ালপারা, ধুবরি, বকসা, শোণিতপুর, বজালি জেলা। সেখানে প্রভাবিত আড়াই লাখের বেশি মানুষ। বজালি থেকে নলবাড়ি পর্যন্ত ৮০ হাজারের ওপর এবং বরপেটায় ৭০ হাজারের ওপর মানুষ বন্যার কবলে পড়েছে।

সেন্ট্রাল ওয়াটার কমিশন জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্রসহ ১০টি নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে বকসা জেলায় পুঁটিমারি নদীতে পানি বিপদসীমার অনেকটাই ওপর দিয়ে যাচ্ছে। জোরহাটে বিপদসীমার ওপরে রয়েছে ব্রহ্মপুত্র নদ।

১৪ জেলার মোট ১৪০টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৩৫ হাজারের বেশি মানুষ। যার মধ্যে রয়েছে ৫৪৫ জন নারী। রয়েছে ৬৭ জন বিশেষভাবে সক্ষম মানুষও।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম এবং উত্তরের কয়েকটি রাজ্যে।
সূত্র : সংবাদ প্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877