শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কোস্ট গার্ডের পাঁচ জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

কোস্ট গার্ডের পাঁচ জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

কোস্টগার্ডের জন্য পাঁচটি জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জাহাজগুলোর কমিশনিং করেন তিনি।

দেশিয় শিপইয়ার্ডে তৈরি জাহাজগুলোর মধ্যে দুটি ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন রয়েছে।

এসব নৌযান বহরে যুক্ত হলে বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধ, সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সমুদ্র সীমানায় টহল এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও নৌ দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কোস্ট গার্ডের ‘অপারেশনাল’ কার্যক্রম বেগবান হবে।

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মিত দুটি ইনশোর পেট্রোল ভেসেলের নাম দেওয়া হয়েছে বিসিজিএস জয় বাংলা ও বিসিজিএস অপূর্ব বাংলা।

টাগ বোট বিসিজিটি প্রত্যয় ও বিসিজিটি প্রমত্ত এবং ফ্লোটিং ক্রেন বিসিজিএফসি শক্তি তৈরি হয়েছে খুলনা শিপইয়ার্ডে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877