শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

কোরবানির গরু আমদানির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কোরবানির গরু আমদানির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

স্বদেশ ডেস্ক:

ঈদুল আজহা সামনে রেখে দেশে কোরবানির গরু আমদানির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন আইনজীবী মাহমুদুল হাসান।

রিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও টিসিবির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

এতে বলা হয়, গরুর গোশত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অন্যতম প্রধান খাদ্য। কিন্তু বাজারে গরুর গোশতের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ইতোমধ্যে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

এতে আরো বলা হয়, আমদানি নীতি ২০২১-২৪ অনুযায়ী গরুর মাংস একটি আমদানিযোগ্য পণ্য। অপরদিকে ‘দি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অর্ডার’ ১৯৭২ এর ধারা ১২ অনুযায়ী প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করে বাজারমূল্য সহনীয় রাখা টিসিবির আইনি কর্তব্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877