শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাড়ে ৬ মাসে পাকিস্তান থেকে পায়ে হেঁটে সৌদি, হজের অনুমতি পেলেন যুবক

সাড়ে ৬ মাসে পাকিস্তান থেকে পায়ে হেঁটে সৌদি, হজের অনুমতি পেলেন যুবক

স্বদেশ ডেস্ক:

পাঁচ হাজার ৪০০ কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম করে সৌদি আরবে পৌঁছেছেন এক পাকিস্তানি যুবক। ৬ মাস ১৩ দিনের এ সফর শেষে সুখবরও পেয়েছেন তিনি। পাকিস্তান ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে- এরই মধ্যে সৌদি সরকার তাকে হজ করার ভিসা দিয়েছে।

বৃহস্পতিবার একাধিক উর্দু সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। সূত্রগুলো জানাচ্ছে- ওই যুবকের নাম ওসমান আরশাদ। তার বাড়ি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারা জেলায়। তিনি ওকারা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের ছাত্র।

ওসমান ২০২২ সালের অক্টোবরে মক্কার উদ্দেশে মাতৃভূমি ওকারা ত্যাগ করেন এবং চলতি বছরের ১৩ এপ্রিল সৌদি আরবে পৌঁছান।

হজ আদায়ের স্বপ্ন নিয়ে দুর্গম এই সফর শুরু করেন ওসমান আরশাদ। যাত্রা শুরুর পর থেকে প্রতিদিন তিনি ৩৫ থেকে ৬০ কিলোমিটার পথ অতিক্রম করেন।

সৌদি আরব পৌঁছতে তিনি ইরান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথ বেছে নেন। এ সময় তার পায়ে ফোসকা পড়ে গেলেও যাত্রা মওকুফ করেননি।

এই সফরে পাকিস্তানি এই যুবক অন্তত ৮ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি খরচ করেছেন।

তিনি যখন সফর শুরু করেছেন, তখনও হজের ভিসা সংক্রান্ত কার্যক্রম শুরু হয়নি। এজন্য তার ভিসা পেতে দেরি হলো। তবে যাত্রা শুরুর সময় তার কাছে ওমরাহর ভিসা ছিল।

উল্লেখ্য, ওসমান আরশাদ হজযাত্রা শুরুর আগেও বড় একটি পায়ে হাঁটা সফর করেছেন। তিনি মাত্র ৩৪ দিনে পায়ে হেঁটে ওকারা থেকে খুঞ্জরাব পাস পর্যন্ত গিয়েছিলেন।

সূত্র : এআরওয়াই নিউজ ও উর্দু নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877