শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবজাতকের মৃত্যু : আদালতে ২ চিকিৎসকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নবজাতকের মৃত্যু : আদালতে ২ চিকিৎসকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

স্বদেশ ডেস্ক:

নবজাতকের মৃত্যুর ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজধানীর গ্রিন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক।

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু এবং মা মৃত্যুঝুঁকিতে পড়ার অভিযোগে করা মামলায় তাদের গ্রেফতারের পর তারা আদালতে তাদের দোষ স্বীকার করলেন।

এই দুই চিকিৎসক হলেন- ডা: শাহজাদী ও ডা: মুনা।

বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত আসামি শাহজাদীর এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত আসামি মুনার জবানবন্দি রেকর্ড করেন।

এদিকে তাদের জামিন চেয়ে আবেদন করেছেন আইনজীবীরা। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু এবং মা মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় বুধবার ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করা হয়। মামলায় ডা: শাহজাদী, ডা: মুনা, ডা: মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরো কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর বুধবার রাতেই ডা: শাহজাদী ও ডা: মুনাকে হাসপাতাল থেকে গ্রেফতার করে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877