সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

ইউক্রেনের ২৬টি রণাঙ্গনে লড়াই, রুশ জেনারেলের মৃত্যুর দাবি

ইউক্রেনের ২৬টি রণাঙ্গনে লড়াই, রুশ জেনারেলের মৃত্যুর দাবি

স্বদেশ ডেস্ক:

রুশ সামরিক ব্লগার ইউরি কোতেনোক দাবি করেছেন, ইউক্রেনে একজন উচ্চপদস্থ রাশিয়ান জেনারেলকে হত্যা করা হয়েছে। ক্রেমলিন-পন্থী ওই ব্লগারের মেসেজিং অ্যাপ টেলিগ্রামে চার লাখ ৪২ হাজার ফলোয়ার রয়েছে।

ইউরি কোতেনোক বলছেন, মেজর জেনারেল সের্গেই গোরিয়াচেভ ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন।

কোনো রুশ সরকারি সূত্র থেকে খবরটি এখনো নিশ্চিত করা হয়নি এবং বিবিসিও এখনো পর্যন্ত ওই দাবি যাচাই করতে পারেনি।

কিন্তু রাশিয়ার অনেক সামরিক ব্লগারদের ফ্রন্ট-লাইন অভিজ্ঞতা রয়েছে এবং সরকারি বক্তব্যের অনুপস্থিতিতে তারাই ইউক্রেন যুদ্ধ সম্পর্কে অনেক জরুরি ও ভেতরের খবরের উৎস।

রুশ অনুসন্ধানী সংবাদমাধ্যম অ্যাজেন্টস্টভো বলছে, যদি ওই খবরটি সত্যি হয় তাহলে জেনারেল গোরিয়াচেভই হবেন প্রথম কোনো রুশ জেনারেল, যিনি চলতি বছর ইউক্রেনে নিহত হলেন।

রাতভর ক্ষেপণাস্ত্র হামলা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের রাতভর হামলায় দক্ষিণ ইউক্রেনের ক্রিভি রিহ শহরে ১০ ব্যক্তি নিহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির জন্ম ওই শহরে।

ওই শহরের একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকের ওপরে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে কয়েক ডজন মানুষ আহত হয় বলে জানা যাচ্ছে।

ভিডিও ফুটেজে প্রতিটি ফ্লোরে আগুন ও আঙ্গিনায় বেশ কয়েকটি পুড়ে যাওয়া গাড়ি দেখা যাচ্ছে।

ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর-পূর্বে ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভের চারপাশে বেসামরিক অবকাঠামোর ওপর ড্রোন হামলা হয়েছে। তবে সেখান থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, দক্ষিণ ইউক্রেনে লড়াই চলার সময় তাদের সৈন্যরা জার্মানির তৈরি লিওপার্ড ট্যাঙ্ক ও যুক্তরাষ্ট্রের তৈরি ব্র্যাডলি সাঁজোয়া গাড়ি দখল করেছে।

তারা একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে যে একটি লিওপার্ড ট্যাঙ্ক ও ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ব্র্যাডলি গাড়ি একটি মাঠের মধ্যে পড়ে রয়েছে।

বিবিসির ভেরিফিকেশন টিম বলছে, ফুটেজটি সত্যি বলে মনে হচ্ছে এবং জাপোরিশার ওরিখিভ অঞ্চলের গত সপ্তাহের একটি লড়াইয়ের সাথে সম্পর্কিত বলে দৃশ্যত মনে হচ্ছে।

ট্যাঙ্ক ও গাড়িগুলো এখনো রাশিয়ার হাতে আছে কি-না তা পরিষ্কার নয়।

ইউক্রেন বলছে, পাল্টা আক্রমণ শুরু কথা প্রেসিডেন্ট জেলেনস্কি শনিবার নিশ্চিত করার পর থেকে তাদের বাহিনী রাশিয়ার দখল থেকে আরো বেশ কিছু এলাকা মুক্ত করেছে।

কিয়েভের সরকার বলছে, সম্প্রতি তারা মোট সাতটি গ্রাম পুনরুদ্ধার করেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ডোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে গত কয়েক দিনে ইউক্রেনের ও রুশ বাহিনীর মধ্যে ২৬টি যুদ্ধ হয়েছে। তবে ওই সব লড়াই থেকে রাশিয়া পিছু হটেছে, এমন কোনো কথা রুশ বাহিনী স্বীকার করেনি। পাল্টা আক্রমণ শুরুর পর প্রাথমিক পর্যায়ে ইউক্রেনের জয়লাভকে সামান্য বলেই মনে করা হচ্ছে।

রাশিয়ার কাছে ড্রোন সরবরাহ বাড়াচ্ছে ইরান : ব্রিটিশ গোয়েন্দা

  • ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমওডি ইউক্রেন যুদ্ধের ওপর তার সর্বশেষ দৈনিক গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে-
    এটার ‘খুব সম্ভাবনা রয়েছে’ যে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ‘একমুখি আক্রমণের লক্ষ্যে অনেক বেশি সংখ্যায় মানব-বিহীন বিমানের সরবরাহ’ নিশ্চিত করার চেষ্টা করেছে।
  • রাশিয়া ইরানের কাছ থেকে ওই ড্রোনগুলোর সরবরাহ গ্রহণ করছে এবং সম্ভবত আকাশপথে ছোট চালান কমিয়ে কাস্পিয়ান সাগরের মাধ্যমে ‘জাহাজে করে বড় চালানের ডেলিভারি’ গ্রহণ করেছে।
  • এসবের মধ্যে দিয়ে ইরান জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করছে, এমওডি বলছে।
  • প্রায় নিশ্চিতভাবেই ইরানের সহায়তায় ওই অস্ত্রগুলো রাশিয়া নিজেই উৎপাদন শুরু করার লক্ষ্য নিয়েছে। যার মাধ্যমে রাশিয়া ‘অপেক্ষাকৃত সস্তা দূরপাল্লার হামলার ক্ষমতা’ অর্জন করবে।

বাঁধ ধ্বংসের প্রভাব পড়বে খাদ্য নিরাপত্তায় : জাতিসঙ্ঘ
কাখোভকা বাঁধ ধ্বংসের পর বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার ওপর ওই ঘটনার ব্যাপক প্রভাব পড়ার বিষয়ে সতর্ক করেছে ইউক্রেন ও জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, যাকে তিনি বিশ্বের জন্য রুটির বাক্স হিসেবে বর্ণনা করেছেন, ওই এলাকায় পরিবেশগত ধ্বংসের বিষয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

ইউক্রেনের কৃষিমন্ত্রী টারাস ভিসোটস্কি বলছেন, প্রধান ফসল সয়াবিন, ভুট্টা, গম ও সূর্যমুখী তেল ক্ষতিগ্রস্ত হবে।

এ সঙ্কট দরিদ্র দেশগুলোতে, বিশেষ করে আফ্রিকার ওপর প্রভাব ফেলবে বলে তিনি উল্লেখ করেন।

দু’জনেই ইঙ্গিত করছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস বা কয়েক বছর লেগে যেতে পারে।
সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877