শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংলাপের লিখিত প্রস্তাব পেলে ভেবে দেখবে বিএনপি

সংলাপের লিখিত প্রস্তাব পেলে ভেবে দেখবে বিএনপি

স্বদেশ ডেস্ক:

নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগের নেতারা বিএনপির সাথে সংলাপ বিষয়ক যে বক্তব্য দিয়েছেন তা আপাতত আমলে নিচ্ছে না বিএনপি। তবে বিষয়টির আনুষ্ঠানিক প্রস্তাব পেলে জবাব দিতে ভাববে দলটি।

বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী একথা জানান।

গতকাল ১৪ দলের এক সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, প্রয়োজনে জাতিসঙ্ঘের মধ্যস্থতায় আমরা তাদের সাথে মুখোমুখি সংলাপ করতে চাই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংলাপের মাধ্যমে সবকিছু সমাধান হতে পারে। আলোচনার কোনো বিকল্প নেই।

সাংবাদিকরা এ বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তার ভাষ্য, ‘এতেই বোঝা যায় আওয়ামী লীগের কী অবস্থা।’

বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন, কোথায় কোন সমাবেশে কে কী বলছে সেটার জবাব দেয়া আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমরা রাজনীতি পরিবর্তন করছি। আমাদের কাছে কেউ লিখিত প্রস্তাব দিলে সেটার জবাব দেয়ার জন্য ভাববো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877