রবিবার, ০৫ মে ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

রাবিতে প্রক্সি দেয়ার সময় বিসিএস নন-ক্যাডারসহ আটক ৭

রাবিতে প্রক্সি দেয়ার সময় বিসিএস নন-ক্যাডারসহ আটক ৭

স্বদেশ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩৮তম বিসিএসের একজন নন-ক্যাডার কর্মকর্তা রয়েছেন।

বুধবার (৩১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘মঙ্গলবার হালিম শেখকে গ্রেফতারের পর আমরা বিভিন্নভাবে তার পরিচয় জানার চেষ্টা করি। কিন্তু তিনি তার পরিচয় গোপন করেন। পরে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমরা পরিচয় শনাক্ত করি। তার বাড়ি ঝালকাঠি জেলার লনছিটিতে। তিনি বর্তমানে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক সাকিবুল ইসলাম শান্ত ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নগরীর মতিহার ও চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মামলাগুলো দায়ের করেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম। জালিয়াতি ও অন্যের হয়ে প্রক্সি দেয়ার অভিযোগের মামলায় নয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877