মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

কৃষকের কষ্ট কেউ বুঝতে চায় না: খাদ্যমন্ত্রী

কৃষকের কষ্ট কেউ বুঝতে চায় না: খাদ্যমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দুঃখ-কষ্ট কেউ বুঝতে চায় না। ফসল ফলাতে কৃষকের খরার পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়।

আজ মঙ্গলবার নওগাঁর সাপাহার উপজেলায় আম সংগ্রহ ও বিপণনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, বোরোতে বাম্পার ফলন হয়েছে, আমেরও বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। আশা করি আমেরও ন্যায্যমূল্য পাবে। কৃষক এদেশের প্রাণ। আম কিংবা ধান যেটাই চাষ করুক কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এখন দেশি ফলের প্রচুর সরবরাহ আছে। বিদেশ থেকে ফল আমদানি করতে না হলে ডলার সাশ্রয় হবে। দেশি ফলের পুষ্টিগুণও বেশি। বিদেশে ফল রপ্তানির সুযোগ আছে। দেশের আম এখন বিদেশে যাচ্ছে। আম চাষিরা লাভবান হচ্ছে। বিদেশিরা জানতে চান, আম নিরাপদ কি না? আমরা সনদ দেখাতে পারি না। এটা আম রপ্তানিতে বড় বাধা হচ্ছে। ভবিষ্যতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে আরও বেশি আম রপ্তানি করা সম্ভব হবে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877