শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

স্বাস্থ্যকর্মীদের জন্য কোভিড টিকার বাধ্যবাধকতা থাকছে না

স্বাস্থ্যকর্মীদের জন্য কোভিড টিকার বাধ্যবাধকতা থাকছে না

স্বদেশ ডেস্ক:

নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ সেপ্টেম্বরের পর স্বাস্থ্যকর্মীদের টিকা গ্রহণের বাধ্যবাধকতা তুলে নিচ্ছে। আইনগত চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা।

স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, কোভিড-১৯-এর অবস্থা বদলে যাওয়ায় এবং টিকার সুপারিশে পরিবর্তন আসায় নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যকর্মীদের জন্য কোভিড-১৯ টিকার বাধ্যবাধকতা বাতিল করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

উল্লেখ্য, কোভিড-১৯-এর টিকা গ্রহণ না করায় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৩০ হাজার স্বাস্থ্যকর্মী চাকরি হারিয়েছেন। আর এই টিকা গ্রহণ করেছেন প্রায় ১০ লাখ স্বাস্থ্যকর্মী। এই হিসাব দিয়েছে স্বাস্থ্যবিভাগ।

গত জানুয়ারি রাজ্যের এক সুপ্রিম কোর্ট বিচারপতি চিকিৎসকদের একটি দলের আবেদনের প্রেক্ষাপটে টিকা বাধ্যতামূলক করার বিধান বাতিল করে দিয়েছিলেন। তবে রাজ্য আপিল করলে তা স্থগিত রাখা হয়। অবশ্য ইতোমধ্যেই স্বাস্থ্য বিভাগ টিকার বিধান বাস্তবায়নে কড়াকড়ি করা বাদ দিয়েছে। তবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত কাগজে-কলমে বিধানটি বহাল থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877