স্বদেশ ডেস্ক:
নিউইয়র্ক সিটি থেকে আশ্রয়প্রার্থীদের সাফোক কাউন্টিতে পাঠানো বন্ধ করতে আইনের আশ্রয় গ্রহণ করার কথা ঘোষণা করেছেন সেখানকার নেতারা। তারা সেখানকার হোটেলে যাতে অভিবাসীদের রাখা না হয়, তা নিশ্চিত করতে আইনজীবী নিয়োগের কথাও জানিয়েছেন।
আইনপ্রণেতারা বলেন, নগর কর্তৃপক্ষ আশ্রয়প্রার্থীদের জন্য হোটেল ভাড়া করছেন বলে তারা শুনেছেন। আশ্রয়প্রার্থীদের প্রতিরোধ করার প্রথম পদক্ষেপ হিসেবে তারা আইনজীবী নিয়োগ করছেন তারা।
আইনপ্রণেতা কেভিন ম্যাকক্যাফ্রে বলেন, ‘নিউইয়র্ক সিটি সচেতনভাবেই নিজেকে অভয়স্থল নগরী হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু সাফক কাউন্টি তা নয়।
তিনি অবশ্য জানান যে এটা কোনো অভিবাসনবিরোধী অবস্থান নয়।
তবে বেশ কয়েকজন অভিবাসী জানান, এটি কার্যত সেটিই। তাদের মতে, এসব লোকের জন্য তাদের অর্থ খরচ হচ্ছে।
এলেন ডিডোমেনিকো নামের একজন বলেন, ‘আমার ট্যাক্স অন্যায় কাজে লাগানো উচিত নয়। কারণ তারা এই দেশকে কিছুই দেয় না।
তবে এর বিরুদ্ধে অভিমতও রয়েছে। অনেকেই এ ধরনের বক্তব্যকে হতাশাজনক, বিভাজনমূলক এবং বিদেশবৈরিতা হিসেবে অভিহিত করেছেন।
সেরেনা মার্টিন লিগুইরি নামের একজন বলেন, আমরা এখানে যে মাত্রায় ঘৃণার কথা শুনলাম, তা সত্যিই জঘন্য।
তিনি বলেন, এমন বক্তব্য আমেরিকান মানদ-ের সাথে মানানসই নয়।