স্বদেশ ডেস্ক:
নিউইয়র্ক সিটির সবচেয়ে উত্তপ্ত রিয়েল এস্টেট নাটক দৃশ্যত শেষ হয়েছে। দুটি নিলাম, একটি আইনি লড়াই এবং একটি কেলেঙ্কারিপ্রবণ নিউজ চক্র ত্রিকোণাকারী ফ্লাটিরন ভবনটি অবশ্য নতুন মালিক পেয়েছে। এসব মালিকের কয়েকজন আবার আগে থেকেই মালিকানার অধিকার ধরে রেখেছিল।
গত মার্চে ১২১ বছরের পুরনো ভবনটি নিয়ে নাটকীয়তা শুরু হয়। ওই সময় আদালতের নির্দেশে আয়োজিত নিলামে ১৯০ মিলিয়ন ডলারে ভবনটি কিনে নেন রহস্যময় ৩১ বছর বয়সী এক ব্যক্তি।
তবে জ্যাকব গারলিক নামের ওই ব্যক্তি বিপুল অর্থের ওই মূল্যের একট টাকাও প্রদান করতে পারেননি। ফলে দুই মাসের মধ্যে দ্বিতীয়বার নিলামের আয়োজন করা হয়। এদিকে সাবেক চুক্তিবদ্ধরা এই গারলিকের বিরুদ্ধে প্রতারণার মামলা করে। এই প্রেক্ষাপটে নতুন যে নিলাম হয়, তাতে জিএফবি রিয়েল এস্টেটের জেফ গুরালের নেতৃত্ব একদল লোক ভবনটি কিনে নেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন সাবেক মালিক। ভবনটি বিক্রি হয় ১৬১ মিলিয়ন ডলারে।
তবে গুরাল ও অন্য মালিকদের ক্রয়ের বিষয়টি চূড়ান্ত করার আগে ২৫ ভাগের মালিকানা থাকা নাথান সিলভারস্টেইনের সাথে বিদ্যমান বিরোধটি মীমাংসার উদ্যোগ নিতে হয়। দখলি সত্ত্ব ফিরে পেয়ে গুরাল বলেন, ‘খুবই ভালো লাগছে। তবে এটি যে ফিরে পাব, সেই বিশ্বাস ছিল না।’