শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

ঢাকা মহানগরসহ ১৪ জেলায় আজ বিএনপির জনসমাবেশ

ঢাকা মহানগরসহ ১৪ জেলায় আজ বিএনপির জনসমাবেশ

স্বদেশ ডেস্ক:

চার দিনের কর্মসূচির শেষ দিনে ঢাকা উত্তর দক্ষিণ মহানগরসহ ১৪টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। আজ শনিবার দুপুর আড়াইটা থেকে এ কর্মসূচি পালন করবে দলটি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সদস্য শায়রুল কবির খান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ ছাড়া অন্য জেলায় যারা থাকবেন
ঢাকা বিভাগের গাজীপুর মহানগর ও জেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। কিশোরগঞ্জ জেলায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

খুলনা বিভাগের বাগেরহাট জেলায় প্রধান অতিথি বিএনপি ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ঝিনাইদহ জেলায় প্রধান অতিথি দলটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন। নড়াইল জেলায় প্রধান অতিথি বিএনপি ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং যশোর জেলায় প্রধান অতিথি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু। নাটোর জেলায় প্রধান অতিথি দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী। ফরিদপুর বিভাগের শরিয়তপুর জেলায় প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া।

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় প্রধান অতিথি বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় প্রধান অতিথি দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এছাড়াও যুগপৎ আন্দোলনের শরিক দল গণফোরাম বিকাল ৪টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে সমাবেশ করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877