মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

অল্পের জন্য বেঁচে গেলেন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার

অল্পের জন্য বেঁচে গেলেন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কমর আব্বাস খোখর ও তার পরিবারকে বহনকারি প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে বাস।

শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকার এ ঘটনায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্থ হয়।

তবে ডেপুটি হাই কমিশনার তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর ও ছেলে মোহাম্মদ খোখর অক্ষত আছেন।

পুলিশ বাসের চালক মো: সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল বিশ্বাস জানান, এতে কেউ আহত হননি। কিছু সময় থানায় অবস্থান করে তারা শ্রীমঙ্গল চলে গেছেন।

পুলিশ জানায়, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজে প্রাইভেটকার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। লোকাল দুরন্ত পরিবহন বাসের সাথে তাদের গাড়ি ধাক্কা লাগে। তবে গাড়ির কিছুটা ক্ষতি হলেও উনার এবং পরিবারের সদস্যদের কারো ক্ষতি হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877