রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

‘বাইরের লোকে সম্পর্কটা বুঝবে না’

‘বাইরের লোকে সম্পর্কটা বুঝবে না’

সম্পর্কের শুরু থেকেই সমালোচনায় আছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ২০০৯ সালে তাদের ব্রেকআপ হয়েছে বলেই গুঞ্জন। এরপর ‘জাস্ট ফ্রেন্ড’ ট্যাগলাইনে নতুন করে পর্দায় একসঙ্গে ফিরেছেন তারা। তবে পর্দা কিংবা এর বাইরে তাদের দুজনের রসায়ন যেন সবাইকেই নতুন করে ভাবতে বাধ্য করে, তাদের সম্পর্কটা ঠিক কেমন? শুধুই প্রফেশনাল? সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘অভিনেতা হিসেবে সালমানকে সম্মান করি। আমি সেটে এক হাজার শতাংশ প্রস্তুতি নিয়ে পৌঁছাই। সে জন্য সালমানও আমাকে শ্রদ্ধা করে। আমাদের ইকুয়েশনটা পারস্পরিক সম্মানের। আমি একটা সীমা বজায় রাখি। সেটা অতিক্রম করে কখনও ওর সঙ্গে কথা বলি না। বাইরের লোকে আমাদের সম্পর্কটা বুঝবে না।’

সালমানের সঙ্গে বিচ্ছেদের পর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা।

সে বিষয়ে ৩৫ বছর বয়সী অভিনেত্রী বলেন, ‘যে কারও প্রতি শ্রদ্ধা থাকা উচিত। জীবনে আগে কেউ ছিলেন, তার সঙ্গে হয়তো এখনও কিছু জিনিস শেয়ার করা যায়। শ্রদ্ধা থাকলে তবেই সেটা সম্ভব।’

আসন্ন ছবি ‘ভারত’ নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন সালমান-ক্যাটরিনা। সম্প্রতি সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, তাকে নিয়ে একাধিক বিতর্ক ও নেতিবাচক মন্তব্যকে নীরবে মেনে না নিয়ে যখন যথোপযুক্ত জবাব দেওয়ার দরকার তখনই তিনি জবাব দেন।

ক্যাটরিনার জানান, সে (সালমান) সবাইকেই নিয়েই হাসি-ঠাট্টা করে। এটিই তার ব্যক্তিত্ব এবং এর ফলে তার আশেপাশের সবাই খুব মনোরম থাকে। সবাই খুব আমেজে থাকে। আমি কিন্তু মোটেও নীরব ভেড়া নই। আমার যখন দরকার মনে হয় তখনই আমি তাকে জবাব দিই।’

যখন ক্যাটরিনাকে প্রশ্ন করা হলো, সালমান বলেছেন যে, তিনি চান না ক্যাটরিনা তাকে ‘ভাইজান’ বলে ডাকুক। জবাবে ক্যাটরিনা বলেন, ‘অবশ্যই সে (সালমান) আমার ভাই না। সে আমার বন্ধু কিন্তু গুজবে ইতিমধ্যেই তা সবাই জানে।’

সালমানের সঙ্গে তার পেশাদারিত্ব নিয়ে ক্যাটরিনা বলেন, ‘আমার মনে আছে, সালমানের সঙ্গে প্রথম “মেইনে পেয়ার কিউ কিয়া” ছবিতে কাজ করি। এটি আমার ক্যারিয়ারের তৃতীয় ছবি ছিলো। আমি চেষ্টা করছিলাম নিজের জায়গা পোক্ত করার। এরপর আবার বলিউডের দুই স্বনামধন্য তারকা সালমান এবং গোবিন্দার সঙ্গে “পার্টনার” ছবিতে কাজ করি। আমার মনে হচ্ছিলো, “ও গড, আমি আমার গভীরতা থেকে বেরিয়ে এসেছি।” এখন ভারত ছবিতে কাজ করতে পারাটা আমার জন্য অনেক।’

ক্যাটরিনা আরও বলেন, ‘সালমানের সঙ্গে আমার প্রথম ছবির আগ থেকেই ও ওর জায়গায় প্রতিষ্ঠিত ছিলো। তার জন্য একই প্রতিক্রিয়া ছিলো না দর্শকের কাছ থেকে যা আমি পেয়েছি। এখন ভারতে কাজ করতে এসে আমি একজন ভিন্ন ব্যক্তি হয়ে এসেছি।’

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবি দিয়ে দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরছে সালমন-ক্যাটরিনা জুটি। ফের তাদের রোমান্স দেখার সুযোগ পাবেন দর্শক। এটি একটি কোরিয়ান ছবির রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877