স্বদেশ ডেস্ক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবার বলেছেন যে মার্কিন সরকার ঘোষিত নতুন ভিসা নীতি বাংলাদেশ সরকারকে ‘বিচলিত করে না’, কারণ কর্তৃপক্ষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ‘প্রতিশ্রুতিবদ্ধ’।
তার প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি দ্রুত প্রতিক্রিয়ায় ইউএনবিকে বলেন, ‘এটা কোনো নিষেধাজ্ঞা নয়। বরং বিএনপির উদ্বিগ্ন হওয়া উচিত, কেননা নির্বাচনের আগে বা সময়ে সহিংসতা ভিসা বিধিনিষেধের আরেকটি মানদণ্ড।’
প্রতিমন্ত্রী বলেন, বৃহস্পতিবার নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানার পর তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ঘোষণা দেন- ‘এই নীতির অধীনে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশী ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে।’
সূত্র : ইউএনবি