মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

অযোধ্যা-মধ্যস্থতা আবার শুরু হোক, সুপ্রিম কোর্টকে জানাল দু’পক্ষ

অযোধ্যা-মধ্যস্থতা আবার শুরু হোক, সুপ্রিম কোর্টকে জানাল দু’পক্ষ

* অযোধ্যা বিবাদের সমাধানের জন্য ফের সমঝোতা আলোচনা শুরুর প্রস্তাব দিল এই মামলার সঙ্গে যুক্ত হিন্দু-মুসলমান উভয় পক্ষ।
* সোমবার সুপ্রিম কোর্টে দাখিল সংক্ষিপ্ত মেমোরান্ডামে একথা জানাল মধ্যস্থতা কমিটি।
* শীর্ষ আদালতে অযোধ্যা বিবাদের শুনানির সমান্তরালে মধ্যস্থতা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার বিষয়ে মামলার দুই পক্ষই পরামর্শ দিয়েছে বলে মেমোরান্ডামে উল্লেখ করা হয়েছে।

স্বদেশ ডেস্ক: অযোধ্যা বিবাদের সমাধানের জন্য ফের সমঝোতা আলোচনা শুরুর প্রস্তাব দিল এই মামলার সঙ্গে যুক্ত হিন্দু-মুসলমান উভয় পক্ষ। সোমবার সুপ্রিম কোর্টে দাখিল সংক্ষিপ্ত মেমোরান্ডামে একথা জানাল মধ্যস্থতা কমিটি। শীর্ষ আদালতে অযোধ্যা বিবাদের শুনানির সমান্তরালে মধ্যস্থতা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার বিষয়ে মামলার দুই পক্ষই পরামর্শ দিয়েছে বলে মেমোরান্ডামে উল্লেখ করা হয়েছে।
মধ্যস্থতা ভেস্তে যাওয়ায় অযোধ্যা বিতর্কের চূড়ান্ত সমাধানে ইতোমধ্যে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে থেকে শুনানি শুরু হয়েছে। এখনও পর্যন্ত সর্বোচ্চ আদালতে ২০টিরও বেশি শুনানি হয়েছে। দৈনিক ভিত্তিতে পাঁচ সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলছে।
অযোধ্যার জমির মালিকানা নিয়ে গত ৭০ বছরের বেশি দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। রামমন্দির-বাবরি মসজিদ বিবাদের নিষ্পত্তি করতে বিবাদমান দু’পক্ষকেই মধ্যস্থতায় পাঠিয়েছিল সুপ্রিম কোর্ঁ। মধ্যস্থতার জন্য প্রাক্তন বিচারপতি এফএম খলিফুল্লার নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করে আদালত। মধ্যস্থতার মাধ্যমে এই বিবাদের কোনও সমাধানসূত্র উঠে আসেনি বলে ইতোপূর্বে সর্বোচ্চ আদালতকে জানিয়ে দিয়েছে কমিটি।
মধ্যস্থতা ভেস্তে যাওয়ায় অযোধ্যা বিতর্কের চূড়ান্ত সমাধানে ইতোমধ্যে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে থেকে শুনানি শুরু হয়েছে। এখনও পর্যন্ত সর্বোচ্চ আদালতে ২০টিরও বেশি শুনানি হয়েছে। দৈনিক ভিত্তিতে পাঁচ সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলছে। ইতিমধ্যে সুন্নি ওয়াকফ বোর্ড আদালতে নিজের বক্তব্য পেশ করেছে। এই পরিস্থিতিতে আরও একবার সমঝতা আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ আলোচনার মাধ্যমে এই বিবাদ মিটিয়ে নেওয়ার বিষয়ে সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখড়া সহমতে পোষণ করেছে বলে সূত্রের খবর। এ বিষয়ে সুপ্রিম কোর্ঁ নিযুক্ত ৩ সদস্যের মধ্যস্থতা কমিটির কাছে এনিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে তারা। প্রাক্তন বিচারপতি এফ এম খলিফুল্লার নেতৃত্বাধীন এই কমিটিতে আছেন শ্রী শ্রী রবিশংকর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চু। গত ২৯ জুলাই শেষ মুহূর্তে অযোধ্যা বিবাদের সমঝতা ভেস্তে গিয়েছিল। সেখান থেকেই আলোচনা ফের শুরু করতে চায় দুই পক্ষ। অযোধ্য মামলার সঙ্গে যুক্ত কয়েক’টি পক্ষের বাধায় অযোধ্যা সমঝতা ভেস্তে গিয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877