স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্র মিশিগান ষ্টেটের সিটি অব ওয়ারেনের পক্ষ থেকে সিটি কমিশনারদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে ওয়ারেন সিটির পক্ষ থেকে সিটি কমিশনারদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। সিটি মেয়র জেমস ফাউটস সিটির বিভিন্ন কমিশনের কমিশনারদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কমিশনারদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন।
পুরষ্কৃতদের মধ্যে ৭ জন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কমিশনার পুরস্কৃত হয়েছেন। তারা হলেন ফয়ছল আহমেদ ভাইস চেয়ার বোর্ড অব রিভিউ, আজিজ চৌধুরী বোর্ড অব রিভিউ, মাহমুদা মৌউরী জয়েন্ট সেক্রেটারি প্লেনিং কমিশন, সুলতান চৌধুরী প্লেনিং কমিশন, দেলয়ার আনসার প্লেনিং কমিশন, নিজাম আহমেদ ক্রাইম কমিশন, সীমা বেগম কালচারাল কমিশন।
এছাড়াও অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় এবার ওয়ারেন সিটি হলের সামনে চলতি বছর জুলাই মাসে বাংলাদেশি সংগঠনের আয়োজনে দুটি মেলা অনুষ্ঠিত হবে। ওয়ারেন সিটির ২৬ তম কমিশনস এপ্রেসিয়েশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেয়র জেমস ফাউটস তার বক্তৃতায় এই কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বংলাদেশে কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হক, জুবারুল চৌধুরী খোকন, ওয়ারেন সিটির কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ টুনু ইসলাম, নাজিরুল হক মিন্টু, রেজাউল চৌধুরী, মুন্নী রহমান, নোমান চৌধুরী সহ সিটি কর্মকর্তারা এবং নির্বাচিত প্রতিনিধি সহ অন্যান্য অফিসিয়াল ডেলিগেটসরাসহ আরও অনেকে।