স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের একটি গ্যাসফিল্ডে সন্ত্রাসী হামলায় ছয় নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এদের মধ্যে দুজন আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্টেবুলারির (এফসি) সদস্য এবং অপর দু’জন বেসরকারি নিরপত্তাকর্মী।
মঙ্গলবার (২৩ মে) খাইবার পাখতুনখোয়া প্রদেশের হানগু জেলার তাল তেহসিল গ্যাস প্লান্টে এ হামলার ঘটনা ঘটে।
তাল ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) ইরফান খান জানিয়েছেন, পাহাড়ি এলাকার এ গ্যাসফিল্ডটিতে রকেটচালিত গ্রেনেডসহ ভারি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।
তিনি জানান, সন্ত্রাসীরা এম-৮ ও এম-১০ কূপে আক্রমণ চালায়। তবে এম-৮ এর নিরাপত্তাকর্মীরা সন্ত্রাসীদের প্রতিহত করলেও এম-১০ কূপে হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরো জানান, সন্ত্রাসীরা গ্যাসফিল্ডটির একটি সৌর বিদ্যুৎকেন্দ্রও ধ্বংস করেছে। পরে তারা উত্তর ওয়ারিজিস্তানের দিকে পালিয়ে যায়। সেখান থেকেই তারা এসেছিল।
এলাকাটি একটি যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছেও বলে জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
ইরফান খান জানান, নিরাপত্তাকর্মীরা সন্ত্রাসীদের সাথে বেশ সাহসিকতার সাথে লড়েছে এবং প্রায় দুই ঘণ্টার লড়াইয়ে তারা সন্ত্রাসীদের পরাস্ত করতে সক্ষম হয়েছে।
বিদেশী একটি সংবাদ সংস্থার খবরে প্রকাশ, ৫০ জনের মতো একটি গ্রুপ আফগান সীমান্তবর্তী স্থানটিতে এ হামলা চালিয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো গ্রুপই এর দায় স্বীকার করেনি। গ্যাসফিল্ডটির পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)সহ বিভিন্ন উগ্রবাদী সংগঠন উত্তর-পশ্চিম পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে হামলা চালাচ্ছে। নিরাপত্তাবাহিনীর সদস্য এবং বিভিন্ন স্থাপনায় এসব হামলা করছে তারা।
সূত্র : জিও টিভি, দি নিউজ