স্বদেশ ডেস্ক:
ঢাকা দুই মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বুধবার বেলা ৩টায় উত্তর ও দক্ষিণ মহানগর আয়োজনে এ কর্মসূচি পালন করবে দলটি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডঃ মোশাররফ হোসেন। এ মহানগরের পথযাত্রা উত্তর বাড্ডা শাহজাদপুর সুবাস্ত টাওয়ার সামনে থেকে শুরু করে রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে এসে শেষ হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এ মহানগরের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই পদযাত্রা বাসাবো বালুর মাঠ থেকে শুরু করে মালিবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হবে।