বুধবার, ২২ মে ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

মা কাজটি ভালো করেননি, জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলাকারীকে ড. অলি

মা কাজটি ভালো করেননি, জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলাকারীকে ড. অলি

স্বদেশ ডেস্ক:

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘আমি আপনাদের মাধ্যমে শহীদ নাজমুল হুদার মেয়ের প্রতি আবেদন করতে চাই এবং জাতিকে জানাতে চাই- জিয়াউর রহমান সাহেব ওই সময়ে বন্দি ছিলেন। কোনো অবস্থাতে তিনি ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা নন এবং পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এর সঙ্গে যুক্ত নন। মা, এই কাজটি ভালো করেন নাই।’

কর্নেল খন্দকার নাজমুল হুদা বীরবিক্রমকে হত্যার ঘটনায় গত বুধবার তার মেয়ে নাহিদ ইজহার খানের করা মামলার বিষয়ে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এলডিপি সভাপতি।  রাজধানীর তেজগাঁওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পঁচাত্তরে নভেম্বরে তিন বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় জিয়াউর রহমানকে জড়িয়ে মামলা ‘নির্বাচনের আগে জনদৃষ্টিকে অন্যত্র সরানোর’ ষড়যন্ত্র বলে মনে করে ড. অলি। তিনি বলেন, নির্বাচনের আগে মানুষের দৃষ্টি অন্য সরানোর জন্য এটি (মামলা) করানো হচ্ছে। মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর জন্য এটি একটা সুদূর পরিকল্পনা শুরু করেছে। আমরা তাদেরকে বলব, মিথ্যার আশ্রয় নিয়েন না।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম, কর্নেল নাজমুল হুদা বীরবিক্রম ও লেফটেন্ট কর্ণেল এ টি এম হায়দার বীরউত্তমকে হত্যার প্রায় পাঁচ দশক পর এই মামলা করা হলো। এতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে অভিযুক্ত করা হয়।

 

কর্নেল নাজমুল হুদার মেয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিদ ইজহার খান গত বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877