সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

শাকিব খানের ‘প্রিয়তমা’ নিয়ে সমালোচনা

শাকিব খানের ‘প্রিয়তমা’ নিয়ে সমালোচনা

স্বদেশ ডেস্ক:

ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘প্রিয়তমা’য় তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল। শুটিংয়ে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছেন তিনি। তবে ইধিকার ‘প্রিয়তমা’ হওয়া নিয়ে চলছে সমালোচনা।

শাকিবের ‘প্রিয়তমা’ নিয়ে সমালোচনা করেছেন চিত্রনায়ক ওমর সানী। ইধিকাকে ইঙ্গিত করে গতকাল সোমবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। এতে অনেকেই ওমর সানীর পক্ষে মত দিয়েছেন। তবে অনেকেই দ্বিমত পোষণের পাশাপাশি সানীকে কটাক্ষও করেছেন।

ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন ফেসবুকে লেখেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা, আমি এভাবেই ভাবছি। আর এখন কি দেখছি এই হচ্ছে প্রিয়তমা? এত মধুর নামের সাথে মধুর ভাবনা দরকার।’

সানীর পোস্টে উত্তম হাজরা নামের একজন মন্তব্য করেন, ‘সঠিক ও সত্যি কথা প্রকাশ করলেন প্রিয় ভাই’। মো. শহিদুল ইসলাম লেখেন, ‘১০০% খাঁটি কথা বলেছেন ভাই, দোয়া রইল আপনার জন্য।’

এমন পোস্ট দিয়ে সমালোচনা থেকেও রেহাই পাননি ওমর সানী। জয়ন্ত তালুকদার প্রলয় নামের একজন মন্তব্য করেছেন, ‘একটা বিষয় খেয়াল করে দেখলাম, ওমর সানীর ফেসবুকের রিচ যখন কমে যায় তখনই উনি শাকিব খানকে নিয়ে কথা বলেন।’ মাহফুজুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘মৌসুমী, পূর্ণিমা চলে না । প্রিয়তমা বলতে ববিতা, শাবানা এদেরকে বোঝায়। শাবনূর বেশ মানানসই। কিন্তু আপনার ব‌উ একদমই চলে না।’

সিরিয়ালে জনপ্রিয় মুখ হলেও ‘প্রিয়তমা’ হতে যাচ্ছে ইধিকার প্রথম ছবি। বড়পর্দায় নাম লেখাতে না লেখাতেই বিতর্ক শুরু হওয়ার বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। ইধিকা সংবাদমাধ্যমটিকে বলেন, ‘ভালো-খারাপ মিশিয়ে সবটা। মানুষ যেমন প্রশংসা করবেন, তেমনই আবার নিন্দাও করবেন। তাই সবটাই আমায় গ্রহণ করতে হবে। আমি এই সব নিয়ে ভাবছি না।’

তিনি বলেন, ‘কারও খারাপ লাগলে সেটা বলছেন। আমি জানি আমায় ভাল কাজ করতে হবে। তাই কাজে মন দেওয়ারই চেষ্টা করছি। আর চেষ্টা করছি যারা আমায় খারাপ বলছেন, তাদের যেন ভালো বলাতে পারি।’

সবশেষ  ‘পিলু’ সিরিয়ালে রঞ্জা চরিত্রে দেখা গেছে ইধিকাকে। এবার হচ্ছেন শাকিবের নায়িকা। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ‘প্রিয়তমা’ ছবির শুটিং।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877