স্বদেশ ডেস্ক:
সোমবার (৮ মে) উখিয়া উপজেলার কুতুপালং ৮ ডব্লিউ ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ।
আহত ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার ৮ ডব্লিউ ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৯ ব্লকের মোহাম্মদ করিমের ছেলে ওমর ফারুক (৭), একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ জামালের ছেলে জসিম (৬) ও মো: ইউনুসের ছেলে কলিম উল্লাহ (৩৮)।
স্থানীয়দের বরাতে ছৈয়দ হারুনুর রশীদ জানান, সোমবার বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং ৮ ডব্লিউ ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা’র ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী অতর্কিত এলোপাতাড়ী গুলি ছুড়ে। পরে আরেকটি সন্ত্রাসী গ্রুপ পাল্টা পাকা গুলি চালায়। এতে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্কেরর সৃষ্টি হয়। এই গোলাগুলিতে দুই শিশুসহ তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে পুলিশ ও সাধারণ রোহিঙ্গারা গুলিবিদ্ধদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করে বলে জানান অতিরিক্ত উপ-মহাপরিদর্শক।
ছৈয়দ হারুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে গোলাগুলির ঘটনাটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।