স্বদেশ ডেস্ক:
দক্ষিণ পেরুর একটি সোনার খনির ভেতরে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছে। খনিতে রাতের শিফটে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
ইয়ানাকুইহুয়া মাইনিং কোম্পানি এক বিবৃতিতে বলেছে শুক্রবার শেষের দিকে বা শনিবারের প্রথম দিকে দুর্ঘটনার পর মোট ১৭৫ জন শ্রমিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
এতে বলা হয়, নিহত ২৭ জন ঠিকাদারের জন্য কাজ করত যারা খনি বিশেষজ্ঞ।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। কিছু সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে প্রাথমিক তদন্তে ইঙ্গিত করা হয়েছে যে ভূপৃষ্ঠের প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) নিচে খনির একটি অংশে একটি শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ হতে পারে।
নিহতদের আত্মীয়দের বাসে করে আরেকুইপা অঞ্চলের ইয়ানাকিহুয়ায় খনিতে নিয়ে আসা হয়েছিল, যেখানে নিরাপত্তা এজেন্টরা তাদের ব্রিফ করেছিলেন। কেউ কেউ তাদের প্রিয়জনের লাশের জন্য অপেক্ষা করতে খনির প্রবেশপথে পোস্টারের সামনে বসেছিলেন।
মার্সেলিনা আগুয়েরে জানান, নিহতদের মধ্যে তার স্বামীও রয়েছেন। তিনি বলেছিলেন যে তিনি তাকে বলেছিলেন যে খনিতে ঝুঁকি রয়েছে।
‘আমরা খুব চিন্তিত, খুব দুঃখিত, স্বামীকে হারানোর জন্য, দুটি পরিত্যক্ত সন্তানকে রেখে আমরা’।
আরেকুইপার ফিসকাল ডিস্ট্রিক্টের পাবলিক মিনিস্ট্রি জানিয়েছে যে তদন্তকারীরা কী ঘটেছে তা স্পষ্ট করার জন্য কাজ করছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্তের সময়, প্রসিকিউটর অফিস মর্মান্তিক ঘটনার কারণ এবং জড়িতদের দায় নির্ধারণ করবে।’
সূত্র : ইউএনবি