স্বদেশ ডেস্ক:
বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, বাফা জাকজমক উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০-কে বরণ করে নিল। এ উপলক্ষ্যে ৬ মে শনিবার ব্রংকসের পার্কচেষ্টারের স্টারলিং এভিনিউতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান আমান্দা ফারিয়াস। স্বাগত বক্তব্য দেন বাফা’র প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমীন ও পরিচালক মারজিয়া স্মৃতি। পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার খলিলুর রহমান। কমিউনিটর ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি একটিভিস্ট ও ব্রুকলিন ব্যরোর কমিউনিটি বোর্ড সদস্য আহসান হাবিব, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, তোফায়েল আহমেদ চৌধুরী,নুরে আলম জিকু ও সিরাজ উদ্দীন সোহাগ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কবি ও আবৃত্তিকার গোলাম মোস্তফা।
শনিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রাটি পার্কচেষ্টারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। সন্ধ্যায় স্থানীয় এমএস ১২৭ স্কুলে বাফা’র উদ্যোগে সাংস্কুতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।