শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সৌদিতে হজের ফিরতি কার্যক্রম সম্পন্ন

সৌদিতে হজের ফিরতি কার্যক্রম সম্পন্ন

স্বদেশ ডেস্ক:

সৌদি আরবে চলতি বছরের হজ কার্যক্রম ‘সুষ্ঠু ও সুন্দর’ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার হজের সকল ফিরতি ফ্লাইট শেষ হয়েছে।

এদিকে জেদ্দাস্থ বাংলাদেশ হজ টার্মিনালের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন মক্কা বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান।

তিনি জানান, পবিত্র হজ পালনে আসা বাংলাদেশি হাজিরা হজের সব কার্যক্রম শেষ করে সুষ্ঠু ও সুন্দরভাবে দেশে প্রত্যাবর্তন করেছেন। চলতি বছর সরকারি ও বেসরকারি ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ৩৬৫টি ফ্লাইটে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি সৌদি আরব গমন করেন।

গত ৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয় এবং ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। হজ শেষে ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৬৯টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৮২টিসহ ৩৫১টি ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরেন। গতকাল শনিবার ছিল শেষ হজ ফ্লাইট।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ হজযাত্রী হজ পালনে সৌদি আরবে আসেন। তবে এখানে এসে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১১৭ জন বাংলাদেশি হাজি মারা যান। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনার পাঁচজন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১১২ জন সৌদি আবর গিয়েছিলেন। তাদের মধ্যে পুরুষ ১০০ ও নারী ১৭ জন।  ১১৭ জনের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ এবং জেদ্দায় দুজন মারা যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877