রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
সিটির ১০ লাখ এপার্টমেন্টের ভাড়া বাড়ছে

সিটির ১০ লাখ এপার্টমেন্টের ভাড়া বাড়ছে

স্বদেশ ডেস্ক:

নিউইয়র্ক সিটি রেন্ট গাইডলাইড বোর্ড ১০ লাখ রেন্ট স্ট্যাবিলাইজড এপার্টমেন্টের ভাড়া বছরে শতকরা ২ থেকে ৪ ভাগ ও ২ বছরের লিজে ৪-৭ ভাগ ভাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার ২ মে বোর্ডের সভায় ৫-৪ ভোটে সিদ্ধান্ত হয়। যদিও এ ভোটই চূড়ান্ত নয়। ফাইনাল ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। সিটি মেয়র এরিক এডামসের চূড়ান্ত অনুমোদনে তা আইনে পরিনত হবে। মেয়র সাংবাদিকদের বলেছেন, শতকরা ৭ ভাগ ভাড়া বৃদ্ধি অস্বাভাবিক। ২ বছরের লিজে শতকরা ৭ ভাগ ভাড়া বৃদ্ধি মানা যায় না। উল্লেখ্য এই ৯ সদস্যের বোর্ড মেম্বারদের মেয়রই নিয়োগ দিয়ে থাকেন।

বুধবার রাতে বোর্ডের এ ভোটাভুটির পর ক্ষুব্ধ ভাড়াটিয়ারা বোর্ডের সভায় উপস্থিত হয়ে বিশৃংখলা সৃষ্টি করে। তারা অবিলম্বে সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। নিউইয়র্ক সিটির ভাড়াটিয়া ক্লারিস্টিয়ান গার্ডনার এক প্রতিক্রিয়ায় বলেছেন, ঋনের মধ্যে ডুবে আছি। প্যানডামিকের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারছি না। ইনফ্লেশনের কারনে প্রতিদিন বাজেট কাট করছি। এরমধ্যে এপার্টমেন্টের ভাড়া বাড়লে নিউইয়র্ক থেকে পালাতে হবে। বোর্ডের প্রতিবাদ সভায় যোগ দিয়ে সিটি কাউন্সিলওম্যান স্যান্ডি নার্স বলেন, আমি নিজেও ভাড়া বাসায় থাকি। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সিটি বাসিন্দারা মেনে নিতে পারবে না।
ম্যানহানের কুপার ইউনিয়নে নিউইয়র্ক সিটি রেন্ট গাইডলাইড বোর্ডের সভা চলছিল মঙ্গলবার রাতে। বোর্ডের এই সিদ্ধান্ত নেবার প্রাক্কালে নিউইয়র্ক সিটির ৪ জন কাউন্সিল মেম্বারসহ বিক্ষোভকারি সভার মঞ্চের ওপর উঠে পড়েন। বিক্ষোভে অংশ নেয়া ৪ কাউন্সিল মেম্বার হলেন শাহানা হানিফ(ব্রুকলিন), চি ওসি (ব্রুকলিন), স্যান্ডি নার্স (ব্রুকলিন) ও টিফানী কাবান (কুইন্স)। ভাড়া বাড়ানোর বিরোধিতাকারীদের তোপেরমুখে বোর্ড সভা ১০ মিনিট স্থগিত রাখতে বাধ্য হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877