স্বদেশ ডেস্ক:
মূলধারার রাজনীতিক, আমেরিকার স্বনামধন্য ব্যবসায়ী, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র ছাত্রদল ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক এবং সম্প্রতি কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সদস্য পদে মনোনীত করায় গিয়াস আহমেদকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করবে নিউইয়র্কস্থ বৃহত্তর ঢাকাবাসী। এই সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দেবেন ড. খন্দকার মোশাররফর হোসেন আর গেস্ট অব অনার থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংবর্ধনা সভায় বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, বেবী নাজনীন এবং আবদুল লতিফ স¤্রাট ও খন্দকার আবু আশফাক। মবার ৮ মে সন্ধ্যা ৬টায় উডসাইডের গুলশান টেরাসে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।