শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যালে নীলা জেরীনের কত্থক নাচের ট্যুর

কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যালে নীলা জেরীনের কত্থক নাচের ট্যুর

স্বদেশ ডেস্ক:

গত ২ মে মঙ্গলবার সম্পন্ন হলো কুইন্সের সর্ববৃহৎ নৃত্যোৎসব কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যালের সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিল মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম, কাউন্সিলম্যান শেকার কৃষ্ণান, এ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস-রোহাস ও স্পন্সররা। কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যালের তালিকাভুক্ত সকল নৃত্য শিল্পী তাদের নাচের ২০ সেকেন্ড অংশবিশেষ প্রিভিউ দেখায়। কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যাল গ্রীষ্মকালীন মৌসুমে ৩ জুন থেকে শুরু করে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিভিন্ন পেশাদার নৃত্যশিল্পীদের মাঝে বাংলাদেশী বংশোদ্ভূত নীলা ড্যান্স অ্যাকাডেমির নৃত্যশিল্পী, ড. নীলা জেরীন তালিকাভুক্ত হয়েছেন এবং পুরো সামারে তিনি কুইন্সের বিভিন্ন অঞ্চলে ও মঞ্চে একক কত্থক নাচ পরিবেশন করবেন এবং কত্থক নাচের তালিম দেবেন।

নীলা জেরীনের নাচের ট্যুরের সময়সূচি হলোঃ

৩ জুন, শনিবার বিকাল ৩:৪৫ মিনিট- কত্থক নাচের তালিম – 73rd Street Plaza on 34th Avenue, Jackson Heights (বৃষ্টি হলে ১০জুন)

২৩ জুন, শুক্রবার বিকাল ৫টা – কত্থক নাচ পরিবেশনা – Evergreen Park, Ridgewood

১৫ জুলাই, শনিবার সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা ও কত্থক নাচের তালিম- Athens Square, Astoria (বৃষ্টি হলে ৯ সেপ্টেম্বর)

২৯ জুলাই, শনিবার সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা- Culture Lab, Long Island City

২৭ আগস্ট, রবিবার সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা- Hunter’s Point South Park, Long Island City

২ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা ও কত্থক নাচের তালিম- Diversity Plaza, Jackson Heights

১৬ই সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিট- নৃত্যোৎসবের চূড়ান্ত পরিবেশনা- Queens Theatre.

কুইন্স বরো ড্যান্স ফেস্টিভেলের প্রতিটি নাচের অনুষ্ঠান ও নাচের তালিম বিনা প্রবেশমূল্যে সকল দর্শকের জন্য উন্মুক্ত। এই নৃত্যোৎসবের স্পন্সরদের মাঝে রয়েছে কন এডিসন, Koeppel Auto গ্রæপ ও কুইন্স থিয়েটার।

নীলা জেরীন জানান, এই নৃত্যোৎসবে মনোনীত হতে পেরে তিনি অত্যন্ত উৎফুল্ল। এই নৃত্যোৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে কত্থকের মত এই প্রাচীন কিন্তু অত্যন্ত বর্ণাঢ্য ও সমাদৃত নাচ তিনি শুধুমাত্র দেশী নয়, মূলধারার ও অন্যান্য সংস্কৃতির মানুষদের মাঝে তুলে ধরার সুযোগ পাবেন। তিনি বলেন উপমহাদেশের উচ্চাঙ্গ নাচ আমাদের শিল্প ও সংস্কৃতির একটি মূল্যবান ধারা এবং এটি সংরক্ষণে তিনি তার নিজের অংশ যথাসাধ্য পালন করে যাবেন। সংবাদ বিজ্ঞপ্তির।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877