রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
যুক্তরাষ্ট্র বিএনপি’র বিক্ষোভ-সমাবেশে আমরা অনুপ্রাণিত : ড. খন্দকার মোশাররফ

যুক্তরাষ্ট্র বিএনপি’র বিক্ষোভ-সমাবেশে আমরা অনুপ্রাণিত : ড. খন্দকার মোশাররফ

স্বদেশ ডেস্ক:

বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন যুক্তরাষ্ট্র বিএনপি’র কর্মকান্ডের প্রশংসা করে বলেছেন, ভোটার বিহীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বব্যাংক সফরের সময়ের ওয়াশিংটন ডিসিতে দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভ সমাবেশে আমরা অনুপ্রাণীত। তিনি বলেন, সরকারের সময় শেষ হয়ে এসেছে, তাই আবার ক্ষমতায় থাকতে শেখ হাসিনা দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এতে শেষ রক্ষা হবে না। আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতেই হবে। শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত ঐক্যদ্ধ হয়ে কাজ করার জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহŸান জানান।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান ভূইয়া মিল্টন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ অয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে (ভার্চুয়ালী) ড. খন্দকার মোশাররফ হোসেন উপরোক্ত কথা বলেন। খবর ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটনের একটি মিলনায়তনে বৃহস্পতিবার (৪ মে) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বস্তরের দলীয় নেতা-কর্মীরা মিজানুর রহমান ভূইয়া মিল্টন-কে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যোগ দেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুুবুর রহমান শামীম ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদ্য মনোনীত সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু। এছাড়াও অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেন ও এমলাক হোসেন ফয়সাল।
জিল্লুর রহমান জিল্লু

সাবেক ছাত্র নেতা আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা আমানত হোসেন আমান এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা আবুল কালাম। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন ছাড়াও বিএনপি’র দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, বিএনপি নেতা বাবুল চৌধুরী, মোশাররফ হোসেন সবুজ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমএ বাতেন, নিউইয়র্ক সিটি বিএনপি’র (দক্ষিণ) আহবায়ক, হাবিবুর রহমান সেলিম রেজা, সংবর্ধনা কমিটির প্রধান সমন্বয়কারী ফারুক হোসেন মজুমদার, প্রমুখ। যৌথভাবে সভা পরিচালনা করেন সংবর্ধনা কমিটির সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরী ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম।
সভায় জয়নাল আবেদীন ফারুক যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস-জিল্লু-মিল্টন ভূইয়া সহ দলের অন্যান্য নেতা-কর্মীর কর্মকান্ডের প্রশংসা করে বলেন, এই তিন নেতা সম্মানিত হয়েছেন। আগাী দিনে যুক্তরাষ্ট্রের আরো অনেক নেতা সম্মানিত হবেন। তবে এখন পদ-পদবি, কমিটি নিয়ে চিন্তা করা বা সময় নষ্ট করার সময় নয়। এখন দরকার সবাই ঐক্যদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা।
সভায় গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু তাদের বক্তব্যে তাদের কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রæতি দেন। গিয়াস আহমেদ বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা ওয়াশিংটনে বিক্ষোভ-সমাবেশ সফল করে প্রমাণ করেছেন এটাই শেখ হাসিনার শেষ যুক্তরাষ্ট্র সফর। জিল্লুর রহমান বলেন, ভোট বিহীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে বিক্ষোভকারী বিএনপির নেতা-কর্মীদের আমন্ত্রণ জানিয়ে দাবী-দাওয়া পেশ করতে বলেছেন, চা-য়ের দাওয়াত দিয়েছেন। কিন্তু এটা কি সাজে। আলোচনা হতে হয় সমানে সমান। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চায়ের দাওয়াত দিয়ে শেখ হসিনা-কে দেওে রাজনৈতিক সঙ্কট সমাধানের আহŸান জানান।
মিজানুর রহমান ভূইয়া মিল্টন ও যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি দাবীর পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মিল্টন ভূইয়া বলেন, দলের জন্য কাজ করতে গিয়ে মিথ্যা অভিযোগে আজ আমি রাস্ট্রদ্রোহী মামলার শিকার। ফলে দেশে যেতে পাড়ছি না। আওয়ামী সরকার নানাভাবে আমার ও আমার পরিবারের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। তাকে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রতি দেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877