বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

ভারতের প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকীর জেল থেকে মুক্তি

ভারতের প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকীর জেল থেকে মুক্তি

স্বদেশ ডেস্ক:

ভারতের প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকী জেল থেকে মুক্তি পেয়েছেন। গত ৫ এপ্রিল এলাহাবাদ হাইকোর্টের লখনো বেঞ্চ তাকে জামিন দেয়।

জানা যায়, ২০২১ সালের সেপ্টম্বরে মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতার করা হয়। তখন পুলিশের অভিযোগ ছিল, মাওলানা অন্তত এক হাজার মানুষকে ‘জোরপূর্বক’ ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের আড়ালে তিনি এসব কাজ করে থাকেন। এক্ষেত্রে বাহির থেকেও সহযোগিতা পান তিনি।

মাওলানা কালিম সিদ্দিকী উত্তর প্রদেশের একজন প্রখ্যাত আলিম। তিনি গ্লোবাল পিস সেন্টারের চেয়ারম্যান। এছাড়া জামিয়াতুল ইমাম ওয়ালিউল্লাহ ট্রাস্টেরও তিনি পরিচালক। তিনি মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু এটাকে পেশা হিসেবে গ্রহণ করেননি। বরং ইসলাম প্রচারকে জীবনের একমাত্র আরাধ্য হিসেবে গ্রহণ করেন।

উল্লেখ্য, ধর্মান্তকরণের অভিযোগে মাওলানার আগে আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে মাওলানা উমর গৌতম ও মুফতি জাহাঙ্গীর আলম অন্যতম।

সূত্র : ইটিভি ভারত

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877