স্বদেশ ডেস্ক:
বিশ্ব ব্যাংকের শীর্ষপদে বসছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা। বিশ্ব ব্যাংকের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ বুধবার সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসেবে ভারতীয়-আমেরিকান অজয়কে নির্বাচিত করেছে।
গত ফেব্রুয়ায়িতে অজয়কে বিশ্ব ব্যাংকের শীর্ষপদের জন্য মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তাতে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিল সংস্থার কার্যনির্বাহী পরিষদ। এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদ পেলেন। এর আগে ‘জেনারেল আটলান্টিক’ নামে একটি শেয়ার লেনদেনকারী সংস্থার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন অজয়। অতীতে মাস্টারকার্ডের সিইও পদে দায়িত্বও সামলেছিলেন। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল তাকে।
সাধারণত বিশ্ব ব্যাংকের শীর্ষ পদাধিকারী নির্বাচন করে মার্কিন যুক্তরাষ্ট্র। আইএমএফের ক্ষেত্রে তা করে ইউরোপীয় ইউনিয়ন। এক সাক্ষাৎকারে আমেরিকার অর্থসচিব জ্যানেট ইয়েলেন দাবি করেছিলেন, বিশ্ব ব্যাংকের শীর্ষপদে অজয়ই যোগ্যতম প্রার্থী। বিশ্ব ব্যাংকের বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র। তাদের ভোটাধিকার ১৬.৩৫ শতাংশ। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টও যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করেন।
৬৩ বছর বয়সী অজয়ের জন্ম ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে। দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজের অর্থনীতির স্নাতক। পরে আহমদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। ‘নেসলে ইন্ডিয়া’-র হাত ধরে কর্মজীবন শুরু হয়েছিল তার। এর পর কাজ করেন সিটি ব্যাংকেও।
১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন অজয়। সেখানে ‘পেপসিকো’ সংস্থায় যোগ দেন। ১৩ বছর ওই সংস্থায় কর্মরত ছিলেন তিনি। সিইওসহ সংস্থার একাধিক পদে দায়িত্ব সামলেছেন। ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অজয়। পরে ওই সংস্থার সিইও হন। তারই নেতৃত্বে বিশ্ব দরবারে মাস্টারকার্ডের ব্যাপ্তি ঘটে। ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’, ‘ইউএস-ইন্ডিয়া সিইও ফোরাম’-এর মতো অমুনাফামূলক সংস্থারও সদস্য তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা