বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছবি ফ্লপ, কিছুদিন সিনেমা থেকে দূরে থাকবেন সালমান

ছবি ফ্লপ, কিছুদিন সিনেমা থেকে দূরে থাকবেন সালমান

স্বদেশ ডেস্ক:

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে কিসিকা ভাই কিসিকা জান ছবিটি। এই প্রেক্ষিতে সালমান খান ঘোষণা করলেন খানিক অবসরের।  টাইগার-থ্রি ছবিটি মুক্তির পর তিনি আপাতত আর কোনও সিনেমা করবেন না বলে জানিয়েছেন। এমনকি করণ জোহরের সঙ্গে তার প্রোজেক্টটিও আপাতত বন্ধ থাকবে।
বিশেষজ্ঞরা বলছেন, পরপর ছবি ফ্লপ হওয়ার ফলে সালমান বাজারে চাহিদা সৃষ্টি করতে চান বলেই সরে দাঁড়াচ্ছেন। শাহরুখ খানের পথে হাঁটতে চাইছেন তিনি। শাহরুখ চার বছর  বিরতির পর পাঠান নিয়ে ফেরেন এবং সুপার ডুপার হিট হন। সালমানও এইরকম একটা কিছু ভেবেছেন বলে তাদের ধারণা।

আরেকটি মহলের ধারণা- সালমান মনে করছেন সিদ্ধার্থ মালহোত্রা, টাইগার শ্রফ, ভিকি কৌশলদের জগতে দর্শক তাকে নিচ্ছে না। তাই, তিনি অন্য ধরণের রোল খুঁজছেন। সেরকম রোল পেলেই তিনি আবার ছবির জগতে ফিরবেন।

ইতিমধ্যে সালমান জানিয়েছেন যে, তিনি তার পোশাক প্রস্তুতকারক সংস্থা থেকেও সরে দাঁড়াচ্ছেন। সালমানের এই বিবাগীপনাকে অনেকে আবার ব্র্যান্ড প্রমোশনের অঙ্গ হিসেবে দেখছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877