স্বদেশ ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করেছে গণফ্রন্টের হয়ে নির্বাচনে অংশ নেওয়া আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে এ অভিযোগটি দায়ের করেন তিনি।
জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চলতি নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেন। ঋণ খেলাপীর অভিযোগে গত ৩০ এপ্রিল তার মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
দুদকে দেওয়া অভিযোগপত্রে আতিকুল ইসলাম উল্লেখ করেন, জাহাঙ্গীর আলমের আয়কর বিবরণীতে আয়-ব্যায়ের গড়মিল, বাসার বিভিন্ন আসবাবের প্রকৃত মূল্য গোপন, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বেতন ভাতা গ্রহণের বিষয়গুলো গোপন করেছেন জাহাঙ্গীর আলম। সংশ্লিষ্ট আয়কর অফিসের কয়েকজন কর্মকর্তার যোগসাজসে জাহাঙ্গীর আলম আয়কর বিবরণীতে গড়মিল করেন বলেও অভিযোগপত্রে দাবি করা হয়।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার সবকিছুই বিধির মধ্যে হয়েছে। প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন। এগুলো ভিক্তিহীন কথাবার্তা।’
অভিযোগপত্রটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার। তিনি বলেন, ‘অভিযোগটি আমাদের যাচাই-বাছাই কমিটিতে উপস্থাপন করা হবে।’