স্বদেশ ডেস্ক:
প্রত্যেক হজযাত্রী ১২০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাথে নিতে পারবেন। হজের সব ধরনের খরচের বাইরে এই অর্থ নিতে পারবেন বলে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, হজের সার্বিক খরচ ব্যতীত প্রত্যেক হজযাত্রী ১২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাথে নিয়ে যেতে পারবেন। তবে, হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে নির্দেশনায় বলা হয়েছে।