স্বদেশ ডেস্ক:
মালয়েশিয়ার দক্ষিণ উপকূলে একটি জাহাজে আগুন লেগেছে। এ ঘটনায় জাহাজের তিন ক্রু নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে। মালয়েশিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ মে) এ দুর্ঘটনা ঘটে। গ্যাবোনেস নিবন্ধিত জাহাজটি চীন থেকে সিঙ্গাপুর যাচ্ছিল বলে জানা গেছে। এতে মোট ২৮ জন ক্রু ছিল। দেশটির নৌবাহিনী জানিয়েছে, বিকেলে জাহাজটিতে আগুন ধরে যায়।
স্থানীয় সময় বিকাল ৪টার দিকে খবর পেয়ে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্টের (এমএমইএ) উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আশেপাশের আরও কয়েকটি জাহাজ এই অভিযানে অংশ নিয়েছিল। এ সময় তারা ২৫ জন ক্রুকে উদ্ধার করে। জাহাজে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।