স্বদেশ ডেস্ক:
রাজবাড়ী সদর উপজেলার বরাট এলাকায় ছাত্রলীগ নেতা শেখ সুমন সবুজকে (৩২) গুলি করে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি আজিজুল ইসলাম যুবরাজ (২১)।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের আদালতে ১৬৪ ধারায় যুবরাজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার যুবরাজ রাজবাড়ী সদর উপজেলার হাউলি জয়পুর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে যুবরাজকে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগে এ হত্যা মামলায় গোলাম মোস্তফা শেখ (৩৪) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মোস্তফা রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের মো. দিরাজ আলী শেখের ছেলে।