স্বদেশ ডেস্ক:
কেন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের বোরো ধান কেটে দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ (রেজা-স্বজন)। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের পাশে বরুড়া থানার লক্ষীপুর গ্রামের কৃষক ওয়ালীউল্লাহর ৪০ শতাংশ জমির ধান কেটে দেন তারা। সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহির নেতৃত্বে ১২ জন নেতাকর্মী কৃষকের ধান কাটায় অংশ নেন।
কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহি বলেন, ‘গরীব-অসহায় কৃষকের সহযোগিতার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ যে নির্দেশনা দিয়েছে তারই অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ধান কাটা কর্মসূচি পালন করেছে। এদেশের মেহনতি কৃষকেরা অর্থনীতিতে যে ভূমিকা পালন করছে তাদের উৎসাহিত করে পাশে থাকার চেষ্টা করছে ছাত্রলীগ। সকল ইউনিট কাজ করছে। তেমনই কেন্দ্রের নির্দেশক্রমে কুবি শাখা ছাত্রলীগও এই কর্মসূচি হাতে নিয়েছে।’
এর আগে, ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
কেন্দ্রীয় ছাত্রলীগের ধান কাটার আহ্বান দেশজুড়ে যেন এক উৎসবে রূপ নিয়েছে। ছাত্রলীগের এমন কর্মসূচিতে খুশি কৃষকেরা। অনেক কেন্দ্রীয় নেতা যারা ঈদের ছুটিতে বাড়িতে অবস্থান করছেন তাদের অনেককেই ধান কাটায় অংশ নিতে দেখা গেছে।