স্বদেশ ডেস্ক:
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ১০ পুলিশ সদস্য এবং একজন বেসামরিক গাড়িচালক নিহত হয়েছে। বুধবার মাওবাদীরা পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে।
দুই বছরের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর এটি মাওবাদীদের সবচেয়ে বড় হামলা।
পুলিশের আইজি (বাস্তার রেঞ্জ) সুন্দরাজ পি জানান, মাওবাদী অভিযান শেষে ব্যারাকে ফেরার পতে রাত ১টা থেকে ১.৩০-এর মধ্যে অরনপুর থানায় প্রায় ৪০ কেজি আইইডি বিস্ফোরক দিয়ে গাড়িটি উড়িয়ে দেয়া হয়।
ভারতের মিডিয়ার খবরে বলা হয়, বিস্ফোরণের তীব্রতায় পুলিশের গাড়িটি অন্তত ২০ ফুট ওপরে ওঠে গিয়েছিল। আর একটি বিশাল গাছও উপড়ে পড়েছে। বিস্ফোরণের তীব্রতায় ১০ ফুট গভীর ও ২০ ফুট চওড়া একটি গর্ত হয়েছে।
জানা গেছে, একটি ভাড়া গাড়িতে করে যাচ্ছিলন ১০ জওয়ান। মাওবাদী-বিরোধী অভিযান সেরেই ফিরছিল তারা। তবে তাদের গাড়িতে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। আগে থেকেই ওই খবর ছিল মাওবাদীদের কাছে। সেই মতো পরিকল্পনা করে অন্তত ৪০ কেজি ওজনের বিস্ফোরকের ব্যবস্থা করে তারা। স্বাভাবিকের চেয়ে অন্তত ১০গুণ বেশি শক্তিশালী ছিল এই আইইডি বিস্ফোরক।
সূত্র : সিয়াসত, সংবাদ প্রতিদিন