শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

সূর্যের সঙ্গে ব্যবধান কমল রিজওয়ানের

সূর্যের সঙ্গে ব্যবধান কমল রিজওয়ানের

স্বদেশ ডেস্ক:

শেষ ম্যাচে ৯৮সহ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মোহাম্মদ রিজওয়ানের রান ১৬২। তাতে আইসিসি রেটিং ৭৯৮ থেকে হয়েছে ৮১১। তবে শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের সঙ্গে রেটিংয়ের ব্যবধানই কমেছে রিজওয়ানের, র‌্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হয়নি।

৯০৬ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সূর্যকুমার। আর ৮১১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিজওয়ান। দুজনের রেটিংয়ের পার্থক্য ৯৫। সংক্ষিপ্ত ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ে তিনে যথারীতি বাবর আজম। তবে ১৩ রেটিং পয়েন্ট কমেছে বাবরের। শীর্ষ পাঁচে থাকা অন্য দুজন প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করাম ও রাইলি রুশো।

সবচেয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়ানো মার্ক চাপম্যান। রাওয়ালপিন্ডিতে ম্যাচজয়ী সেঞ্চুরি করে ৪৫ ধাপ এগিয়ে বর্তমানে ক্যারিয়ারসেরা ৩৫তম অবস্থানে আছেন চাপম্যান। বড় লাফ দিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদও। ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে বলে-ব্যাটে দারুণ একটি সিরিজ কাটিয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। পঞ্চম ও শেষ ম্যাচে ৩১ রান করেছেন ইমাদ। সিরিজে তার সংগ্রহ আট উইকেট। তাতে বোলিং ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি। বোলিং র‌্যাঙ্কিংয়ে একশর মধ্যে ঢুকে গেছেন ইমাদ। আর অলরাউন্ডারদের তালিকায় ইমাদ আছেন ২৪তম স্থানে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877