বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

স্ত্রী-সন্তান নিয়ে পদ্মা সেতুতে ছবি তুললেন রাষ্ট্রপতি

স্ত্রী-সন্তান নিয়ে পদ্মা সেতুতে ছবি তুললেন রাষ্ট্রপতি

স্বদেশ ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার তিনি পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় যান। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

টুঙ্গিপাড়া যাওয়ার পথে পদ্মা সেতুর মাঝখানে কয়েক মিনিট যাত্রা বিরতি করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনস। পদ্মা সেতুতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।

 

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ও ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্য, নিকটাত্মীয়, রাষ্ট্রপতির সচিবরা এবং ঊর্ধ্বতন বেসামরিক ও  সামরিক কর্মকর্তারা।

 

এদিকে, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলালউদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ হেলালউদ্দিনের ছেলে ও সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনের উন্নয়ন প্রতিনিধি শহিদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877