স্বদেশ ডেস্ক:
বৃষ্টি না হলে অনেক জায়গায় ব্যাঙের বিয়ে দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। এবার অতিবৃষ্টি রুখতে ব্যাঙের বিবাহ বিচ্ছেদ ঘটানো হলো। বৃষ্টির আশায় দুই মাস আগে ওই ব্যাঙ দম্পতিকে বিয়ে দেওয়া হয়েছিল।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। টানা বৃষ্টিতে ভোপালের জনজীবন যখন বিধ্বস্ত তখন এমন সিদ্ধান্ত নিলেন ভোপালের ধর্মগুরুরা।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, খরা থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় দুই মাস আগে গত ১৯ জুলাই এ ব্যাঙ দুটিকে বিয়ে দেওয়া হয়। টানা বৃষ্টিতে ভোপালের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হওয়ায় এবার তাদের বিচ্ছেদ ঘটানো হলো। গত বুধবার ব্যাঙের এ বিচ্ছেদ ঘটানো হয়।
হিন্দু ধর্মের একাংশের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে দেবরাজ ইন্দ্র খুশি হয়ে বৃষ্টিপাত ঘটান। দুই মাস আগে ভোপালে বৃষ্টির অভাবে খরা পরিস্থিতির সৃষ্টি হলে রীতিমতো সামাজিক নিয়ম মেনে বিয়ে দেওয়া হয়েছিল দুটি ব্যাঙের। ১৯ জুলাই ব্যাঙ দুটির বিয়েতে মন্দিরে অনেক লোককে খাওয়ানোও হয়েছিল।
ব্যাঙের সেই বিয়ের পর বৃষ্টিপাত শুরু হয়। তবে এ বৃষ্টিপাত দিন দিন প্রয়োজনের চেয়েও বেশি হয়ে যায়, ভোপালের নানা জায়গায় বন্যা দেখা দেয়। ভোপালে বৃষ্টি ১৩ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভোপালে ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ভেসে গেছে এর অধিকাংশ এলাকা।
এই অতিবর্ষণে বিপাকে পড়ে ভোপালবাসী। তাদের ধারণা, ব্যাঙের বিয়ে দেওয়ার কারণেই এই অতিবৃষ্টি সৃষ্টি হয়েছে। তাই ১৯ জুলাই যে দুটি ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছিল, তাদের বিচ্ছেদ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার ব্যাঙ দুটিকে আবার মন্দিরে এনে রীতিমতো মন্ত্রপাঠ করে বিচ্ছেদ ঘটানো হয়েছে।
ভোপালের ধর্মগুরুদের দাবি, এই বিচ্ছেদের ফলে অতিবৃষ্টির প্রকোপ থেকে রক্ষা পাবেন ভোপালবাসী।