শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২২ অপরাহ্ন

চুলা জ্বালানোর আগে রান্নাঘরের জানালা ১৫ মিনিট খুলে রাখার আহ্বান জানাল তিতাস

চুলা জ্বালানোর আগে রান্নাঘরের জানালা ১৫ মিনিট খুলে রাখার আহ্বান জানাল তিতাস

স্বদেশ ডেস্ক:

রান্নাঘরে চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার (২৬ এপ্রিল) ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানায় দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ সংস্থাটি।

পোস্টে বলা হয়, ‘রান্নাঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন।’ এ সময় যেকোনো প্রয়োজনে তিতাস হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।

গত সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর মগবাজার, রামপুরা, দিলু রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, হাজারীবাগ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ ছড়ায়। অনেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। তখন বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানো এবং দিয়াশলাই না জ্বালানোর অনুরোধ জানানো হয়।

পরে এক বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ জানায়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম কাজ করে এ সমস্যার সমাধান করেছে।

গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে। এর মধ্যে আজ বুধবার (২৬ এপ্রিল) নিজেদের ফেসবুক পেজে এমন জনসচেতনতামূলক পোস্ট দিলো তিতাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877