স্বদেশ ডেস্ক:
আরবদের প্রতি ঘৃণা ছড়ানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পেজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, গতকাল বৃহস্পতিবার ফেসবুক এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৃহস্পতিবার ফেসবুক জানিয়েছে, তারা ২৪ ঘণ্টার জন্য একটি পেজের স্বয়ংক্রিয় চ্যাট ফাংশন বন্ধ করে দিয়েছে। নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টি ওই পেজটি চালাচ্ছিল। সামনে গোপনীয়তা নীতির আর কোনো লঙ্ঘন করা হলে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
তার আগে নেতানিয়াহু নিজের ফেসুবক পেজে দেওয়া এক পোস্টে লিখেন, ‘আরবরা আমাদের সবাইকে ধ্বংস করে দিতে চায়- নারী, শিশু ও পুরুষদের।’
আর এ বক্তব্যকে ভালভাবে নেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। তারা নেতানিয়াহুর ফেসবুক পেজের স্বয়ংক্রিয় চ্যাট কার্যক্রম ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে।
আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে কট্টর ইহুদীবাদীদের ভোট পেতেই নেতানিয়াহু এমন বক্তব্য দিয়েছেন বলে অনেকেই মনে করছেন। তবে নেতানিয়াহু নিজে এটি লিখেননি বলে দাবি করেছেন। তার দাবি, এটি তার এক কর্মী লিখেছে।