স্বদেশ ডেস্ক:
আফগানিস্তানে চরমপন্থী আইএসআইএস-কে’র শীর্ষ নেতাকে হত্যা করেছে ক্ষমতাসীন গ্রুপ তালেবান। ওই আইএসআইএস-কে নেতা ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যহারের সময় কাবুল বিমানবন্দরে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল তথ্যটি নিশ্চিত করেছে। অবশ্য, ওই নেতার নাম প্রকাশ করা হয়নি।
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের সমন্বয়কারী জন কিরবি এক বিবৃতিতে তাকে ওই ‘নৃশংস হামলার পরিকল্পনাকারী’ হিসেবে অভিহিত করেছেন। তালেবান ঠিক কখন তাকে হত্যা করেছে, তিনি সেটাও জানাননি। তবে তিনি জানান, আইএসআইএস-কে চলতি বছর বেশ কয়েকজন নেতাকে হারিয়েছে।
ওই হামলায় ১৩ মার্কিন সৈন্য এবং ১৭০ জনের বেশি আফগান নিহত হয়েছিল। আত্মঘাতী ওই হামলাটি চালিয়েছিলেন আবদুল রহমান আল-লোঘরি। তালেবান ওই এলাকার নিয়ন্ত্রণ গ্রহণের মাত্র কয়েক দিন আগে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছিল।
আইএসআইএ-কে হলো উগ্রপন্থী ইসলামিক স্টেট ইরাক অ্যান্ড সিরিয়ার খোরাসানের সংক্ষিপ্ত রূপ। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যাহারের পর তালেবান বাহিনী তাদেরকে নির্মূল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো পুরোপুরি ধ্বংস করতে পারেনি।
নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম দিকে ওই নেতার মৃত্যুর খবর জানতে পারে। তবে তালেবান তাকে টার্গেট করে হত্যা করেছে নাকি আইএস ও তালেবানের মধ্যে চলমান লড়াইয়ের একপর্যায়ে তিনি নিহত হয়েছেন, তা জানা যায়নি।
সূত্র : সিএনএন, বিবিসি ও অন্যান্য