মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মণিপুরের ৩ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব চীন কী আসলে ভারতের ৬০ কিলোমিটার ভুখণ্ড দখল করেছে রাষ্ট্রপতির দুবাই ‘কানেকশন’ ও মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ নিয়ে কৌতূহল খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আবু সাঈদ হত্যা অভিযুক্ত দুই পুলিশ ৪ দিনের রিমান্ডে শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন
বিপিএল নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন নাফিসা কামাল

বিপিএল নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন নাফিসা কামাল

স্পোর্টস ডেস্ক:

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। এই টুর্নামেন্টের নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’। সব ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে থাকবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এমন ঘোষণার পর এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল কেঁদে ফেলেন।

নাফিসা কামালের আকুতি বঙ্গবন্ধুর নামে বিপিএল আয়োজনে যেন তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়। আবেগতাড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএল আয়োজিত হচ্ছে আমরাও তো চাইব আমাদের টিম নিয়ে যেন পতাকাটা ওড়াতে পারি। আমরাও তো এই বাইরে থাকতে পারি না। অনেক বছর ধরে বিপিএল করে আসছি, মালিকদের মধ্যে আমি সবচেয়ে পুরোনো। অনেক অনেক বাধা অতিক্রম করে বিপিএলটা আমার করতে হয়েছে।’

নাফিসা কামাল গণমাধ্যমকে বলেন, ‘আমি যখন জানতে পারলাম, আমাদের টিমটা এ বছর মাঠে যাবে কিন্তু এটা আমাদের হাতে হবে না বা এটা আমাদের হাতে চলবে না বা আমি এটার সাথে জড়িত থাকব না বা এতোগুলো মানুষ যারা আমাকে এতদিন সার্পোট দিয়ে আসছে তারা কেউ আজকে মাঠে নামবে না এই টিমের সাথে, এটা শোনার পর আমার জন্য বিষয়টি কষ্টকর ছিল।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এত সুন্দর আয়োজন হচ্ছে আমরাতো এর বাইরে থাকতে পারি না। আমি চাই না আমার টিম এত বড় একটা সুযোগ থেকে বঞ্চিত হোক। আমি চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টটা আরও সুন্দরভাবে আয়োজন করুক। আমরা পরিপূর্ণ সহোযোগিতা করব ক্রিকেট বোর্ডকে।’

এর আগে গত বুধবার বিসিবি সভাপতি ঘোষণা দেন বিপিএলের সপ্তম আসর বঙ্গবন্ধুর নামে হবে। আর সব দলকে নিয়ন্ত্রণ করবে বিসিবি। তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএল উৎসর্গ করা হবে, টুর্নামেন্টের নাম হবে “বঙ্গবন্ধু বিপিএল”। টুর্নামেন্টের সব খরচ বহন করবে বিসিবি, সব দায়িত্ব বিসিবির। সব কিছু ঠিক করে আমরা জানিয়ে দেবো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877