স্বদেশ ডেস্ক:
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জন।
গতকাল বৃহস্পতিবার দিয়ারবাকিরের কুল্প জেলায় এ বিস্ফোরণ ঘটে। গাড়িটিতে দক্ষিণ তুরস্কের বন কর্মীরা ছিলেন বলে জানিয়েছে প্রদেশের গর্ভনর।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বনে কাঠ কাটা কর্মীদের একটি গাড়ি করে সড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পুঁতে রাখা ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাদের বহনকারী গাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে প্রদেশের গভর্নরের কার্যালয়।
পিকেকে এ হামলার দায় স্বীকার করেনি। তবে পিকেকের সংবাদ সংস্থা এএনএফ এ ঘটনায় মৃতের সংখ্যা সাতজন বলে দাবি করেছে।
এদিকে, এ ঘটনায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রদেশের গর্ভনরের কাছে ফোন দিয়ে খোঁজ নিয়েছেন।