স্বদেশ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন ছুটির পর সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।
বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার থেকে বন্দর দিয়ে আবার পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।’
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ‘আমদানি রফতানি চালু হওয়ায় বেনাপোল বন্দরে কর্ম-চঞ্চলতা ফিরে এসেছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ হবে বন্দরের অভ্যন্তরে।’