স্বদেশ ডেস্ক:
আইপিএলে টানা চতুর্থ ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স। লিটন দাসের পরিবর্তে দলে নেয় ডেভিড ভিসাকে। তাতেও জয়ের দেখা মেলেনি তাদের।
এদিকে পাঁচ ম্যাচ জিতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস পয়েন্ট তালিকায় এখন শীর্ষে।
ইডেন গার্ডেনে টস জিতে ফিল্ডিং করে কলকাতা। ম্যাচে ৪ উইকেটে ২৩৫ রান তোলে চেন্নাই। রুতুরাজ ও কনওয়ের ওপেনিং জুটি ৪৫ বলে করেন ৭৩ রান। রাহানে ২৯ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন।
ব্যাটিংয়ে এসে ওপেনিংয়ে নামেন কলকাতার নারায়ণ জগদীশান ও সুনীল নারাইন। দলীয় এক রান তুলেই বিদায় নেন তারা। ভেংকটেশ আইয়ার এসে ২০ বলে ২০ রান করেন। জেসন রয় ২৬ বলে ৬১ করে তোলেন। নিতীশ রানা করেন ২০ বলে ২৭ রান।
রিংকু অপরাজিত থেকে করেছেন ৩৩ বলে ৫৩ রান। শেষ পর্যন্ত দলীয় ১৮৬ রান তুলতে পেরেছে কলকাতা।