রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

স্বদেশ ডেস্ক:

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে নাসা গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে কিছুটা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওই শ্রমিকরা আজ সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে এসে অবস্থান নেয়। এতে আশপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এক পর্যায়ে তাদের সরিয়ে দিলেও তারা আবারো সেখানে অবস্থান নেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ কিছু যানবাহন চলাচল শুরু করতে পেরেছে।

শ্রমিকরা জানিয়েছেন, গার্মেন্টসে নিয়মবহির্ভূত শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে তাদের এই অবস্থান।

জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অবস্থানের পর আজ বৃহস্পতিবার ভোর থেকে তারা আবারো সড়কে অবস্থান নিয়েছেন।

বুধবার রাত ১১টার পর শ্রমিকরা গার্মেন্টসের আশপাশে অবস্থান নেন। উত্তেজিত শ্রমিকরা গার্মেন্টসে ভাঙচুর করতে গেলে পুলিশ বাধা দেয়। গত দু’দিন শ্রমিক ছাঁটাই নিয়ে তাদের এই অসন্তোষ।

জাহাঙ্গীর হোসেন নামে এক শ্রমিক অভিযোগ করেছেন, বেতনসহ অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধ না করেই তাদের ছাঁটাই করা হয়েছে। অনেকে ছাঁটাইয়ের পর গার্মেন্টস থেকে বের না হতে চাইলে তাদের মারধর করা হচ্ছে।

মো: আজাদ নামের এক শ্রমিক বলেন, শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল ও সাতরাস্তা মোড়ে অবস্থানের কারণে এক পাশে মগবাজার ও অপরদিকে মহাখালীর সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অফিস ও স্কুলগামীদের হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877